Pudhu Pettai (2006)


 

No Spoiler

আমার ধারণা, Pudhu Pettai (2006) ধানুশের সব থেকে আন্ডাররেটেড মুভি। এই মুভি খুব কম মানুষ দেখেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ধানুশের ক্যারিয়ারে সেরা কয়েকটা মুভির তালিকায় এই মুভি শীর্ষে থাকবে। খুব কম মানুষ এই মুভি দেখলেও আইএমডিবিতে এই মুভির রেটিং ৮.৪। মুভি দেখেই বুঝেছি মানুষ শুধু শুধুই এত রেটিংস দিয়ে রাখে নাই।
ধানুশ হচ্ছে আমার কাছে বরাবরই একটা বিস্ময়ের নাম। আমি যতই তাকে স্ক্রিনে দেখি ততই অবাক হই। যেখানে বলিউডে সবাই ছুটছে সিক্স প্যাক এব বানানোর পিছনে সেখানে এই ধানুশ কোনোরকম শারীরিক ফিটনেস ছাড়াই চোখে মুখে বিশ্বাসের সাথে দুর্দান্ত অভিনয় করে যাচ্ছে, তাও আবার একশন মুভিতে। একশনের সময় শুধুমাত্র আপনি ধানুশের চোখ দেখলেই অবাক হয়ে যাবেন। শুধুমাত্র অভিনয় দিয়ে বডি ফিটনেস আর হাইট'কে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে এই মানুষটা।
এই মুভির জনরা বলতে গেলে সার্ভাইভাল একশন ঘরনার। কুমার নামের একজন মানুষ পরিস্থিতির শিকার হয়ে ডাস্টবিনের পাশে গিয়ে দাড়িয়েছে। সেখান থেকে সে উঠে এসে হয়ে যায় একটা গ্যাং এর লিডার এবং পরবর্তীতে একজন পলিটিশিয়ান। পুরো গল্প আমি দুই লাইনে লিখলেও এর ব্যাপ্তি আসলে বিশাল, ভয়ংকর এবং চমকপ্রদ। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই মুভি সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। যতদূর ধারণা, এই মুভি এক সময় কাল্ট ক্লাসিক হয়ে যাবে। এতদিনে হয়ে গেছেও বলা যায়।
 
এই মুভিতে ভিজয় সেথুপাথিকে দেখা যায়, গ্যাং এর পিছনে দাঁড়িয়ে থাকে সে। ২০০৬ সালের সেই ভিজয় সেথুপাথি যাকে এই মুভিতে ক্যামেরায় দেখাই যায়নি ঠিক মতো সে এখন রীতিমত সুপারস্টার। মুভিতে প্রত্যেকের অভিনয় খুবই ভালো ছিলো। মুভির ভিতরে গানগুলো প্রথমে অপ্রয়োজনীয় মনে হলেও পরে দেখলাম, প্রতিটা গানই খুব যত্ন নিয়ে বানিয়েছে। মুভির গল্পের সাথে গানগুলো সুন্দর ভাবে মিশেছিলো। সুতরাং, বোরিং লাগেনি একদম।
 
মুভিটা কারা অবশ্যই দেখবেন? ধানুশের ফ্যান, সার্ভাইভাল/ পলিটিকাল/ গ্যাংস্টার রিলেটেড মুভি পছন্দ করেন কিংবা আন্ডাররেটেড এবং দুর্দান্ত গল্প আছে এমন মুভি পছন্দ করেন? তাহলে অবশ্যই এই মুভিটি দেখবেন।
ব্যাক্তিগত মতামত যদি দেই, আমি ধানুশের যত মুভি দেখেছি তার মধ্যে এই মুভিটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। দুর্দান্ত অভিনয়, চমৎকার গল্পের প্লট, অসাধারণ ডিরেকশন। আমি মুভিটা দেখেছি সপ্তাহখানেক আগে কিন্তু এখনো আমার মাথায় পুরো মুভিটা স্পষ্টভাবে আছে। বিশেষ করে শুরুর পাঁচ মিনিটে ধানুশের অভিনয় সত্যিই অসাধারণ ছিলো।
 
Movie: Pudhu Pettai (2006)
(মুভিটা TorrentBD তে আছে। যাদের TorrentBD তে অ্যাকাউন্ট আছে তারা দেখে নিতে পারেন।)

Comments

Popular posts from this blog

Kabhi Haan Kabhi Naa

চিঠি

Awe! (2018)