Memories of Murder (2003)
Spoiler Alert
এই
মুভির পরিচালক Bong Joon Ho ২০১৯ সালে Parasite বানিয়ে অস্কার জিতে
নিয়েছেন। এই পরিচালকের যে কয়টা মুভি আমি দেখেছি সব কয়টি ভালো লেগেছে।
তো, মেমোরিস অফ মার্ডার মুভিটা বানানো হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। সাউথ কোরিয়ার সব থেকে ভয়ংকর সিরিয়াল কিলারকে নিয়ে বানানো হয়েছে এই মুভি। ২০১৯ সালে একটা প্রতিবেদন এসেছে যে সিরিয়াল কিলারকে নাকি পাওয়া গেছে। ঘটনার সত্যতা আমি জানিনা। ১৯৯৪ সাল থেকে জেলে আছে এমন একজন আসামীর সাথে সেই সিরিয়াল কিলারের ডিএনএ ম্যাচ করেছে।
তো, মেমোরিস অফ মার্ডার মুভিটা বানানো হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। সাউথ কোরিয়ার সব থেকে ভয়ংকর সিরিয়াল কিলারকে নিয়ে বানানো হয়েছে এই মুভি। ২০১৯ সালে একটা প্রতিবেদন এসেছে যে সিরিয়াল কিলারকে নাকি পাওয়া গেছে। ঘটনার সত্যতা আমি জানিনা। ১৯৯৪ সাল থেকে জেলে আছে এমন একজন আসামীর সাথে সেই সিরিয়াল কিলারের ডিএনএ ম্যাচ করেছে।
South
Korean police have identified a suspect more than 30 years after one of
the country’s most notorious serial murder cases, but are unable to
launch proceedings because it’s too long ago. The suspect is already
serving a life sentence for raping and murdering his sister-in-law in
1994.
এই সিরিয়াল কিলারকে বলা হয় "কোরিয়ান জোডিয়াক কিলার" এবং এটি হচ্ছে সাউথ কোরিয়ার প্রথম হাই প্রোফাইল সিরিয়াল কিলার কেস। এমন ভয়ংকর সিরিয়াল কিলার কেস সাউথ কোরিয়ার ইতিহাসে বিরল।
এই সিরিয়াল কিলারকে বলা হয় "কোরিয়ান জোডিয়াক কিলার" এবং এটি হচ্ছে সাউথ কোরিয়ার প্রথম হাই প্রোফাইল সিরিয়াল কিলার কেস। এমন ভয়ংকর সিরিয়াল কিলার কেস সাউথ কোরিয়ার ইতিহাসে বিরল।
এটি
২০১৯ সালের আগ পর্যন্ত ছিলো কোরিয়ার আনসল্ভড কেইস। ১৯৯১ সাল থেকে শুরু
হওয়া কেইসটা ২০০৬ সালে অফিসিয়ালি ক্লোজ করে দেয়া হয়েছিলো। টোটাল ১০ টি
মার্ডার, ২১০০০+ সাসপেক্ট এবং টোটাল ২ লাখের ওপর পুলিশ নিযুক্ত করা হয়েছিলো
কেইসটিতে। তারপরেও তারা কেসটি সল্ভ করতে পারেনি। বাধ্য হয়েছিলো কেইসটি
অফিশিয়ালি ক্লোজ করে দিতে।
আমি
যখন প্রথম মুভিটা দেখি তখন একটু ঘাটাঘাটি করেছিলাম আসল ঘটনা নিয়ে এবং ছোট
একটা রিভিউ দিয়েছিলাম একটা গ্রুপে। সেটি নিচে দিয়ে দিলাম।
Memories of Murder দেখার পরে আমারও সবার মত একই প্রশ্ন এসেছিল। আসল খুনি কে ছিল? গুগল করেও আমি খুনী সম্পর্কে তেমন কিছুই জানতে পারিনি।
যাই হোক, বিভিন্ন গ্রুপেও সার্চ করেছিলাম, তবে এই প্রশ্নের পাশাপাশি আরেকটা প্রশ্নের উত্তর জানার জন্য। সেটা হচ্ছে kwang-ho (যার মুখে পোড়া দাগ আছে) এই ছেলেটাকে যখন park hyun-gyu এর ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয় যে সে চেনে কিনা তখন সে কিছু কথা বলে, সেই কথায় কি কোনো ক্লু ছিল?
কথা গুলো হচ্ছেঃ
- You know how hot that fire was?
Look at that photo.
- It was so hot!
Snap out of it. Here look closely.
- Hot hot hot hot! (ছবির দিকে তাকিয়ে বলে)
Look at that photo. Hey, Kwang-ho.
- When I was young he threw me in the fire. That man.
Kwang-ho এর চরিত্র সাধারন ছিল। সে ছিল বোকা এবং সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা ব্যাপার হচ্ছে, সে মিথ্যা কথা বলেনা এবং প্রশ্ন অনুযায়ী উত্তর দিত, হেঁয়ালি না করে। বুঝতে পারছেন, আমি কি বলতে চাইছি?
আরও একটা কথা বলি, যখন তাকে খুনির ব্যাপারে জিজ্ঞাসা করা হয় যে, সে খুনির চেহারা মনে করতে পারে কিনা এবং তাকে ছবি (park hyun-ho এর) দেখানো হয় তখন থেকেই সে পাগলের মত হয়ে যায়। ইমোশনাল হয়ে যায়। এর কারন কি? সে কি আসলে কোনো ক্লু দিতে চেয়েছিল? নাকি পুরোটাই হেঁয়ালি ছিল।
যেহেতু মুভিটা সত্য ঘটনা অবলম্বনে করা হয়েছে, আমার মনে হয় তাদের বেশ একটা বড় ভুল ছিল ওই বোকা ছেলেটার শেষের কথা গুলো হেঁয়ালি হিসাবে নেওয়া।
মুভিটা আমার প্রিয় তালিকায় থাকবে সারাজীবন। কেউ যদি জিজ্ঞাসা করে কোরিয়ান ক্লাসিক থ্রিলার মুভির মধ্যে কোনটি সব থেকে বেষ্ট? আমি নিঃসন্দেহে বলবো, মেমোরিস অফ মার্ডার।
Movie: Memories of Murder (2003)
Director: Bong Joon Ho
Writers: Bong Joon Ho
Stars: Kang-ho Song, Sang-kyung Kim, Roe-ha Kim
Memories of Murder দেখার পরে আমারও সবার মত একই প্রশ্ন এসেছিল। আসল খুনি কে ছিল? গুগল করেও আমি খুনী সম্পর্কে তেমন কিছুই জানতে পারিনি।
যাই হোক, বিভিন্ন গ্রুপেও সার্চ করেছিলাম, তবে এই প্রশ্নের পাশাপাশি আরেকটা প্রশ্নের উত্তর জানার জন্য। সেটা হচ্ছে kwang-ho (যার মুখে পোড়া দাগ আছে) এই ছেলেটাকে যখন park hyun-gyu এর ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয় যে সে চেনে কিনা তখন সে কিছু কথা বলে, সেই কথায় কি কোনো ক্লু ছিল?
কথা গুলো হচ্ছেঃ
- You know how hot that fire was?
Look at that photo.
- It was so hot!
Snap out of it. Here look closely.
- Hot hot hot hot! (ছবির দিকে তাকিয়ে বলে)
Look at that photo. Hey, Kwang-ho.
- When I was young he threw me in the fire. That man.
Kwang-ho এর চরিত্র সাধারন ছিল। সে ছিল বোকা এবং সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা ব্যাপার হচ্ছে, সে মিথ্যা কথা বলেনা এবং প্রশ্ন অনুযায়ী উত্তর দিত, হেঁয়ালি না করে। বুঝতে পারছেন, আমি কি বলতে চাইছি?
আরও একটা কথা বলি, যখন তাকে খুনির ব্যাপারে জিজ্ঞাসা করা হয় যে, সে খুনির চেহারা মনে করতে পারে কিনা এবং তাকে ছবি (park hyun-ho এর) দেখানো হয় তখন থেকেই সে পাগলের মত হয়ে যায়। ইমোশনাল হয়ে যায়। এর কারন কি? সে কি আসলে কোনো ক্লু দিতে চেয়েছিল? নাকি পুরোটাই হেঁয়ালি ছিল।
যেহেতু মুভিটা সত্য ঘটনা অবলম্বনে করা হয়েছে, আমার মনে হয় তাদের বেশ একটা বড় ভুল ছিল ওই বোকা ছেলেটার শেষের কথা গুলো হেঁয়ালি হিসাবে নেওয়া।
মুভিটা আমার প্রিয় তালিকায় থাকবে সারাজীবন। কেউ যদি জিজ্ঞাসা করে কোরিয়ান ক্লাসিক থ্রিলার মুভির মধ্যে কোনটি সব থেকে বেষ্ট? আমি নিঃসন্দেহে বলবো, মেমোরিস অফ মার্ডার।
Movie: Memories of Murder (2003)
Director: Bong Joon Ho
Writers: Bong Joon Ho
Stars: Kang-ho Song, Sang-kyung Kim, Roe-ha Kim
Comments
Post a Comment