Bhavesh Joshi Superhero (2018)


 

No Spoiler

বলিউডে দূর্দান্ত মুভি ফ্লপ হয়ে যাওয়ার রেকর্ড নেহাতই কম নয়। Bhavesh Joshi Superhero (2018) ঠিক সেরকমই দূর্দান্ত একটা মুভি, যেটা বক্স অফিসে ফ্লপ। যার বাজেট ছিলো ২১০ মিলিয়ন কিন্তু আয় করেছে ১৪.৫ মিলিয়ন। মানুষ হলে মুভিটা দেখতেই যায়নি। মুভির শেষ দৃশ্য দেখে মনে হয়েছে ডিরেক্টর ভিক্রমআদিত্যা এইটার সিকুয়াল বানাতে চেয়েছেন। কিন্তু ফ্লপ হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত কি নিয়েছেন, আমি জানিনা। তবে ডিরেক্টর ভিক্রমআদিত্যার কাছে আমি অনুরোধ করবো এর সিকুয়াল বানাতে। যারা এই মুভি দেখেছে তারা কেউই এই মুভি নিয়ে নেগেটিভ রিভিউ দেয়নি। মুভিটা বক্স অফিস কাঁপাতে পারিনি শুধুমাত্র এই মুভিতে জনপ্রিয় কোনো অভিনেতা অভিনেত্রী নেই বলে। এমন ডার্ক থিমে বলিউডে আর কোনো সুপারহিরো মুভি আছে কিনা আমার জানা নেই।
 
এই মুভির শুরুটা একটুখানি বোরিং। বোরিং হবার কারনটা শেষে বুঝেছি। ডিরেক্টরের প্লান হচ্ছে, এই মুভির সিকুয়াল বানানো। এই কারনে এই মুভিতে খুব দ্রুত গল্পে না ঢুকে বরং ক্যারেক্টারগুলো সাজানোর চেষ্টা করেছিলেন। মুভিটা যখন মূল গল্পে যখন ঢুকলো, তখন আমি খুবই অবাক হয়েছি। এক কথায় দূর্দান্ত ছিলো। প্রতিটা ক্যারেক্টার এবং প্রটিটা শট বেশ সুন্দর এবং পারফেক্ট ছিলো। যেটা খুব বেশি একটা ভালো লাগেনি সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক আরো জোশ হতে পারতো।
 
মুভিটা ভালো লাগার কারনটা একটু অন্য ভাবে বলি। ভবেশ জোশি ব্যাটম্যান না, কারন তার কাছে টাকা নাই। ভবেশ জোশি ডেয়ারডেভিল না, কারন সে মার্শাল আর্ট এক্সপার্ট না। মারতে যায় ঠিকই কিন্তু প্রচুর মার খেয়ে ফিরে আসে। ভবেশ জোশি ভি ফর ভেনডেট্টাও না কারন, সে সাধারণ জনগনের জন্যই লড়ছে কিন্তু সেই সাধারণ জনগনই তার পক্ষে নাই। সে আমাদের মতই সাধারণ মানুষ। একজন সাধারণ মানুষের মতই ন্যায়ের পক্ষে কথা বলতে বলতে হিরো হয়ে ওঠা। যে মানুষটা ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে কোনো কম্প্রোমাইজ করে না।
 
মুভিটা আমার কাছে ভালো লেগেছে। এমন ডার্ক থিমের সুপারহিরো মুভি আমি বলিউড পাড়ায় আগে দেখিনি। আমি আশা করি, ডিরেক্টর ভিক্রমআদিত্যা এই মুভির সিকুয়াল বানাবে। যারা এই মুভি দেখেননি, এড়িয়ে গেছেন কিংবা জানতেনই না মুভিটার ব্যাপারে, একবার দেখেই ফেলুন। হতাশ হবেন না।
একটা দারুণ ব্যাপার হচ্ছে, এই মুভির রাইটিংস ক্রেডিটে অনুরাগ ক্যাশপ আছেন। অর্থাৎ, এই মুভির গল্প লিখেছেন ভিক্রমআদিত্যা, অভয় কোরানি এবং অনুরাগ ক্যাশপ, এই তিনজন মিলে। এমন কি অনুরাগ ক্যাশপ এই মুভির প্রোডিউসার হিসেবেও আছেন।
Movie: Bhavesh Joshi Superhero (2018)

Comments

Popular posts from this blog

Kabhi Haan Kabhi Naa

চিঠি

Awe! (2018)