Anveshanam (2020)
No Spoiler
মুভির নাম Anveshanam,
এটি একটি মালায়ালাম মুভি। মুভিতে একটা দৃশ্য দেখে বহু বছর পরে বুক কেঁপে
উঠেছিলো। অত্যন্ত চমৎকার একটা মুভি। সিরিয়াল কিলার রিলেটেড থ্রিলার মুভি
দেখতে দেখতে বিরক্ত ধরে গেলে চট করে এই হাসপাতাল পরিবেশে বানানো থ্রিলার
মুভিটি দেখে ফেলুন। থ্রিলার মুভির নানান ধরণ আছে। আমার কাছে এই ধরণের
থ্রিলার বেশি ভালো লাগে। সব থেকে বেশি ভালো লেগেছে এর ব্যাকগ্রাউন্ড
মিউজিক। দূর্দান্ত লেগেছে। প্লট অনুযায়ী পারফেক্ট মিউজিক।
আমি
প্রথমে ট্রেইলার দেখেছিলাম। ট্রেইলার অর্ধেক দেখেই আমার আগ্রহ জাগে এবং
সাথে সাথে ডাউনলোড দিয়ে দেখতে বসে গেছি। আপনারা চাইলে ট্রেইলারটা দেখে আসতে
পারেন। আগ্রহ জাগানোর জন্য প্লট সম্পর্কে একটু বলি। হাসপাতালে একটা বাচ্চা
ভর্তি হয়েছে। বলা হচ্ছে বাচ্চাটা এক্সিডেন্ট করেছে। পুলিশ এসে
ইনভেস্টিগেশন শুরু করলে দেখা যায় বাচ্চার বাবা মা থেকে শুরু করে প্রত্যেকে
প্রত্যেকের জায়গা থেকে মিথ্যা কথা বলছে। কিছু একটা লুকাচ্ছে। কি লুকাচ্ছে?
সেটাই রহস্য। এই রহস্যে জানতেই মুভিটা দেখতে হবে।
এই
মুভির কোনো রিভিউ আমার চোখে পড়েনি। কিন্তু এই মুভি নিয়ে যথেষ্ট আলোচনা করা
উচিত। আমার ধারণা অনেকেই এই মুভি দেখেননি। থ্রিলার, সাসপেন্স, মিস্ট্রি
জনরার মুভি ভালো লাগলে দেখে ফেলুন। মুভিটির শেষে দারুণ একটা মেসেজ আছে।
মূলত সেই মেসেজটা নিয়েই পুরো মুভিটা বানানো হয়েছে। থ্রিলারপ্রেমীদের কাছে
অনুরোধ মুভিটা মিস কইরেন না।
Movie: Anveshanam (2020)
Director: Prasobh Vijayan
Stars: Jayasurya, Shruti Ramachandran, Vijay Babu
Comments
Post a Comment