শেষ স্বপ্ন পূরণ

বাইরে বের হয়েই নিমোসীনির মেজাজ খারাপ হয়ে গেলো। একটা রিক্সা নাই। অবশ্য এতো ভোর বেলা রিক্সা পাওয়ার কথা না। কিন্তু তারপরেও তার মেজাজ খারাপ হচ্ছে। কারন সে চায়, অন্তত আজকের দিনটা পরিকল্পনা অনুযায়ী কাটুক। এটাই সমস্যা। পরিকল্পনা অনুযায়ী কিছুই হয়না। আরেকবার সব ঠিক আছে কিনা দেখে, গটগট করে গলির মোড়ের দিকে রওনা দিলো। মোড়ে গিয়ে দেখলো, মোটাসোটা একটা লোক রিক্সায় বসে ঝিমুচ্ছে। আর একটা রিক্সাও নেই। কোনো মতে লোকটাকে জাগিয়ে বলল, "মামা চলেন, টাকা বেশি দিবো। যত তাড়াতাড়ি পারেন চালাবেন।" বলেই রিক্সায় উঠে বসলো। ভাগ্য ভাল থাকলে ৮ টার মধ্যে জায়গা মত পোঁছালে হয়। নাহ, রিক্সা ভালোই চালাচ্ছে। ঝিমাতে ঝিমাতে কেউ এতো ভালো রিক্সা চালায় জানা ছিল না।

নিমোসীনি দাড়িয়ে আছে একটা বাড়ির সামনে। বাড়ির নাম জ্যোৎস্নাবিলাস। নিমোসীনি প্রায় ভাবে, আর কিছু বাকি আছে এই বিলাসের আগে লাগানোর জন্য? তবে এটা ভালো লাগে। কেন লাগে তার কোনো ব্যাক্ষা নেই। সুরুজ মিয়া গেট খুলে বের হয়ে এলো। নিমোসীনিকে দেখেই এক গাল হাসি দিলো, বলল, "আপা আসছেন? ডাকেন নাই ক্যান?" নিমোসীনি বলল, "ডাকতে যাচ্ছিলাম তার আগেই আপনি বের হয়েছেন।" বলেই ভিতরে গেলো। অনেক কাজ আছে। বিশেষ করে, কাজ গুলো সাবধানে করতে হবে। খুবই সাবধানে।

প্রায় ৫ মিনিট ধরে সে দরজা খুলছে চাবি দিয়ে। এতটাই ধিরে ধিরে এবং আস্তে আস্তে খুলছে যে আশেপাশে যদি পিঁপড়া থাকে সেও যেন টের না পায়। দরজা খুলে সে ভিতরে ঢুকল। এবার আবার সেই ৫ মিনিট ধরে দরজা লাগালো। সে জানে ফিবাসের ঘুম অনেক পাতলা। একটু শব্দ হলেই জেগে যাবে। চটপট গেস্ট রুমে গিয়ে বোরকা খুলে ফিবাসের দেওয়া লাল শাড়িটা পড়লো। এটা ঠিক বিয়ের লাল শাড়ির মত না। তবে অনেক সুন্দর। নিমোসীনির অনেক প্রিয় এই শাড়ি। লাল টিপ। লাল চুরি। সব লাল। নিমোসীনিকে অসম্ভব রূপবতী লাগছে। নিমোসীনি এমনিতেই অনেক সুন্দরী। কিন্তু এই লাল তাকে একটু আলাদা করে দেয়। সবসময়। বিড়ালের মত হেঁটে সে রান্নাঘরে ঢুকল। দুইকাপ কফি বানাবে। এটা সব থেকে ভয়ঙ্কর কাজ। এই কাজ করতে গেলে শব্দ হবার সম্ভবনা অনেক। নিমোসীনি অনেক সময় নিয়ে কফি বানালো। শব্দ হয়নি, তা না, হয়েছে। কিন্তু অনেক কম। টের পেলে এতক্ষণে সে জেগে যেত।

নিমোসীনি হাতে ট্রে নিয়ে ফিবাসের বিছানার পাশে দাড়িয়ে আছে। তার মুখে রোদের আলো এসে পড়েছে। অদ্ভুত লাগছে তাকে। ডাক দিলে এভাবে আর সে দেখতে পাবে না। হয়ত আর কোনোদিনও দেখতে পাবে না। ঘুমের মধ্যেই ফিবাস ডেকে উঠলো, "নিমোসীনি।"

অবাক হয়ে নিমোসীনি জিজ্ঞেস করলো, "তুমি বুঝলে কি করে?"
ঘুমের মধ্যেই সে বলতে লাগলো, "আমি তোমার গন্ধ চিনি।"

নিমোসীনি লজ্জা পেয়ে হেসে দিলো। টেবিলে ট্রে রেখে ফিবাসের মাথায় হাত রাখলো। বলল, "পাগল, শুভ সকাল।"
ফিবাস চোখ মেলতে মেলতে বলল, "পাখি, শুভ সকাল।" দুইজন দুইজনের দিকে অপলক তাকিয়ে আছে। চিরচেনা বাংলা সিনেমার নায়ক নায়িকাদের মত। নিমোসীনি বলল, "নাও, চা খাও।"
- বাসি মুখে চা খাবো না।
-- তাহলে?
- তোমাকে।
-- যাহ। মুখ ধুয়ে আসো তাহলে।
- না, তোমাকে।
-- এক ধাক্কা দিয়ে চায়ের মধ্যে ফেলে দেবো।
- হাহাহা। কবে সত্যি করে আমাকে ধাক্কা দিবা? বলত।
- জানিনা।
-- তো হটাৎ এই পাগলামি।
- জানিনা।
-- তোমাকে ভালোবাসি।
- আমিও।
-- কাল রাতে কয়টা তারা ছিল আকাশে জানো?
- কয়টা?
-- সাতটা।
- বাকি তারারা কই গেছিল?
-- প্রার্থনা করতে। যেন আর দুইদিন বেশি তোমার কাছে থাকতে পারি।
- তুমি আজীবন আমার কাছে থাকবা।
-- সত্যি?
- হ্যাঁ।

ফিবাস তাকিয়ে আছে নিমোসীনির দিকে। হটাৎ অনেক ভালোবাসা জড়ানো কণ্ঠে বলল, "ধন্যবাদ।" নিমোসীনি খুব স্বাভাবিক ভাবেই ফিবাসকে বুকে জড়িয়ে ধরলো। নিমোসীনির চোখ বেয়ে পানি বের হয়ে এলো। যে কিনা নিমোসীনিকে সান্ত্বনা দিলো, কোনো আফসোস নেই জীবনে। একটা সম্পূর্ণ নতুন এবং পরিপূর্ণ পৃথিবীতে এই ভালোবাসার আবার জন্ম হবে। তখন হয়ত আরো কিছুটা সময় জড়িয়ে কাঁদতে পারবে তুমি। ভালবাসতে পারবে। ইচ্ছা হলেই ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিতে পারবে।

Comments

Popular posts from this blog

Kabhi Haan Kabhi Naa

চিঠি

Awe! (2018)