শাহরুখ খানের কোন মুভিটা আপনার প্রিয়? অসংখ্যবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমার পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়াটা যথেষ্ট কষ্টসাধ্য। তারপরেও যদি এই প্রশ্নের উত্তর দিতেই হয় তাহলে বলবো, আমার দেখা সব থেকে প্রিয় মুভি, “কাভি হা কাভি না”। সব থেকে প্রিয় দৃশ্য এটি। বুকে চিনচিন করে ব্যাথা হয়েছিলো। ঠিক যেরকম ব্যাথা সুনীল পেয়েছিলো এই দৃশ্যে। মধ্যবিত্ত একটা ছেলের বাস্তব জীবনের প্রায় প্রতিটা সত্য দৃশ্যকে সিনেমাটিক ভাবে তুলে ধরা হয়েছে এই মুভিতে। এই একটা মুভি যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যার্থতার গল্পই দেখানো হয়েছে খুব পরিপাটিভাবে। যখন মুভিটা শেষ হয়, সব শেষ হয়ে যায় তখন আবার সুনীল আশায় বুক বাধে। নতুন কোনো স্বপ্ন এসে নতুন করে মোড় নেয় জীবনে। আপনি যাকে ভালোবাসবেন, সে আপনাকে ভালোবাসবে না। আপনি যে লক্ষ্যের পিছনে ছুটবেন, সেই লক্ষ্যে আপনার হাতে ছুই ছুই করবে, কিন্তু ধরা দিবে না। আপনি আপন মনে নিজের কষ্ট দূর করার জন্য গান করতে চাইবেন, পারবেন না। কেউ না কেউ এসে বাঁধা দিবেই। এই দৃশ্যটা কেন প্রিয় সেটা একটু বলি। মুভিটা একটা ড্রিম সিকোয়েন্স দিয়ে শুরু হয়। আবার সেই ড্রিম সিকোয়েন্সে এসেই মুভিটা শেষ হয়।