Into the Wild (2007)


 

NO SPOILER

এই সিনেমাটা তাদের জন্য, যারা ভাবেন, এইসব নিয়ম-কানুন, যান্ত্রিকতা, ব্যাখ্যাহীন সম্পর্ক ছেড়ে দূরে কোথাও যেতে পারতাম! একেবারে প্রকৃতির খুব কাছে। একেবারে স্বাধীন। কোনো টাকা নেই, কোনো সম্পর্ক নেই, কোনো স্মার্ট ডিভাইস নেই। শুধু আমি আর প্রকৃতি। হ্যাঁ, এমনটা মাঝে মাঝে কিংবা সব সময় যারা ভাবেন তাদের জন্য এই সিনেমা মাস্ট ওয়াচ।
সিনেমাটি একটি সত্য ঘটনার উপর নির্মান করা। ক্রিস্টোফার জনসন মেকিন্ডলেস ১৯৯০ সালে পড়াশুনা শেষ করে সিদ্ধান্ত নেন তিনি প্রকৃতির সন্ধানে যাবেন। হেটে বেড়াবেন, খুঁজে বেড়াবেন নিজের স্বত্বাকে, নিজের অস্তিত্বকে। তখন তার বয়স ছিলো ২২ বছর। তার নিজের সেভিংস ছিলো ২৪,০০০ ডলার যেটা তিনি দান করে দেন কোনো এক চ্যারিটি ফাউন্ডেশনে। তারপর তিনি তার গাড়ী নিয়ে নেমে যান রাস্তায়। যাত্রার শুরুতেই গাড়ী নষ্ট হয়ে যায়। গাড়ী ফেলে রেখে তিনি ব্যাগ নিয়ে পায়ে হাঁটা শুরু করেন। উদ্দেশ্য ছিলো আলাস্কা যাবেন। এভাবেই গল্প এগিয়ে যায়।
 
প্রকৃতির সাথে একা যুদ্ধ করা খুব একটা সহজ কথা না। সেটা তিনি বুঝতে পারেন একটু দেরিতেই। শুরুতে সময় আনন্দে কাটলেও একসময় বুঝতে পারেন সমাজ কি জন্য সৃষ্টি করা হয়েছে। সমাজে মানুষ কেন একসাথে বসবাস করে। বুঝতে পারেন কষ্ট একা একা ভোগ করা গেলেও আনন্দ উপভোগ করার জন্য আসলেই পাশে একজন মানুষ থাকতে হয়। সেকারনেই মৃত্যুর ঠিক আগে একটা কথা লিখে রেখে যান, “আনন্দ তখনি সত্য হয় যখন সেটা ভাগ করে নেওয়া যায়।”
সিনেমার ডিরেকশন অসাধারণ ছিলো। স্ক্রিনে আটকে থাকার মতো। ক্রিস্টোফারের চরিত্রে অভিনয় করেন এমিল হির্চস। মুগ্ধ হবার মতো অভিনয় ছিলো। কিছু চ্যালেঞ্জিং অভিনয় ছিলো যেটা সে বেশ সুন্দর করেই ফুটিয়ে তুলেছে, মানতেই হবে। প্রতিটা চরিত্রই আসলে বেশ ভালোভাবে ফুটে উঠেছে। নেগেটিভ কোনো কিছুই চাইলেও বলা সম্ভব হচ্ছে না।
 
নিজের অনুভূতি বলতে গেলে, বেশি খারাপ লেগেছে, যখন মানুষটা জীবনের শেষ মুহুর্তে এসে মানুষের ভিড়ে যাওয়ার জন্য যন্ত্রনায় ছটফট করেন। শেষ দৃশ্যে নিজেকে সেখানে কল্পনা করে শিউরে উঠছিলাম। আহারে মানুষটা প্রকৃতির খুব কাছে আসতে গিয়ে কি ভুলটাই না করলো!
 
যারা দেখেননি, তাদের বলি, আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে এই সিনেমা আপনার জন্য মাস্ট ওয়াচ।

Movie: Into the Wild (2007)
Director: Sean Penn
Stars: Emile Hirsch, Vince Vaughn, Catherine Keener

Comments

Popular posts from this blog

Kabhi Haan Kabhi Naa

চিঠি

Awe! (2018)