Awe! (2018)

No Spoiler কাজল আগারওয়ালের ক্যারিয়ারের বেষ্ট পারফর্মেন্স সম্ভবত এই মুভিতে ছিল। যদিও পুরো মুভিতে তার উপস্থিতি খুবই কম। হাতে গোনা কয়েক মিনিট বলা যায়, তবুও দূর্দান্ত লেগেছে আমার কাছে। বিশেষ করে এই শটটা আমার খুবই ভালো লেগেছে। যে কয়টা অ্যাঙ্গেল থেকে এই শটটা দেখিয়েছে প্রতিটা শটই ছিলো চমৎকার। এই মুভিতে বাকি যত অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছে, প্রত্যেকের চরিত্র অনুযায়ী অভিনয় ছিলো একদম পারফেক্ট। মুভি'র মেসেজ পরিষ্কার ছিলো এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেই সাথে বলবো, ক্লাইমেক্স একদম ধারণার বাইরে ছিলো। অন্তত আমার কাছে। শেষ কথা, ভিন্ন একটা গল্প ভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছে। Movie: Awe! (2018) Director: Prasanth Varma Writer: Shivgopal Krishna Stars: Kajal Aggarwal, Nithya Menon, Srinivas Avasarala