Rain Man (1988)
.jpg)
NO SPOILER অটিজম নিয়ে আমি যতগুলো মুভি দেখেছি আজ পর্যন্ত তার মধ্যে এটা প্রিয় তালিকায় থাকবে সবসময়। প্রথম যখন মুভিটা দেখেছিলাম, টম ক্রুজকে দেখে অবাকই হয়েছিলাম। মিশন ইম্পসিবলের টম ক্রুজ একশন ছাড়াও এত সুন্দর সাবলিল অভিনয় করতে পারে, আমাকে ভাবিয়েছিলো। যদিও এই মুভির প্রাণকেন্দ্র হচ্ছে ডাসটিন হফম্যান। এই মুভিতে যার অভিনয় আপনাকে কাঁদাবে এবং ভাবাবে। আপনি তার মত করে নিজেকে ভাবতে শুরু করবেন। মুগ্ধ হবেন তার কথা শুনে এবং তার এক্সপ্রেশন দেখে। ডাসটিন হফম্যান নিজেকে এই চরিত্রের সাথে এতটা মিশিয়ে নিয়েছিলো যে আমার নিজেরই মনে হচ্ছিলো তিনি তার তার স্বাভাবিক জীবনেও হয়তো এমনই। আমার জীবনে দেখা কয়েকটি সেরা পার্ফর্মেন্সের মধ্যে থাকবে এই চরিত্রে অভিনয় করা ডাসটিন হফম্যানের অভিনয়। এবং এই অভিনয় দিয়েই ডাসটিন হফম্যান ১৯৮৯ সালে লিডিং রোলে অস্কার বাগিয়ে নিয়েছিলো। গল্পটি দুই ভাইকে কেন্দ্র করে। বড় ভাই রেমন্ড ব্যাবিট এবং তার ছোট ভাই চার্লি ব্যাবিট। রেমন্ড ব্যাবিটের চরিত্রে অভিনয় করেছেন ডাসটিন হফম্যান এবং চার্লি ব্যাবিটের চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। দূর্দান্ত ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত দে...