Posts

Showing posts from 2022

চিঠি

Image
  তোমার কাছে কি কোনো চিঠি যাবে? নাকি যাবে না? তুমি কি জানো? প্রতিদিন লিখি একটি চিঠি একটি বিশাল চিঠি, লিখে ছিড়ে উড়িয়ে দেই। তুমি কি জানো? যদি যাই ভুলে তবুও ঘুম ভেঙ্গে লিখতে বসে যাই সে অনেক কথা, হাস্যকর ছেলেমানুষি কথা যেসব কথা তুমি শুনতে চাওনি যেসব কথাও এক মুহূর্তে অপেক্ষা করেনি হারিয়ে যেতে।